ইসরায়েলি আয়রন ডোমের উন্নয়নে বিপুল সহায়তা যুক্তরাষ্ট্রের
সম্প্রতি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে বেশ কার্যকারিতা দেখিয়েছে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। ফিলিস্তিনিদের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে সেটি। তবে সেসময় আয়রন ডোমের ফাঁক গলে বেশ কিছু রকেট আঘাত হানে ইসরায়েলে, যার ফলে এ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতাও সামনে চলে আসে।
অত্যাধুনিক আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে যুক্তরাষ্ট্র আগেও সাহায্য করেছে ইসরায়েলকে। এবার সেটির উন্নয়নে বিপুল অংকের অর্থসহায়তার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবর অনুসারে, এই কাজে ইসরায়েলি দখলদারদের ১০০ কোটি ডলার দেবে মার্কিনিরা।
এরই মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। এখন অপেক্ষা সিনেটের অনুমোদনের।
জানা যায়, প্রথমে হাউসের বেশ কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান। কিন্তু এরপর তা নিয়ে প্রবল সমালোচনা হয়। পরে বিলটি আবার উপস্থাপন করা হলে এর পক্ষে ভোট পড়ে ৪২০টি, বিপক্ষে পড়ে মাত্র নয়টি।
বিপুল সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার মতে, যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়ে গেছেন। বেনেট বলেছেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হলো।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন