প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১ ১৬:০৭

লেবাননে জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
লেবাননে জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ড

লেবাননের দক্ষিণাঞ্চলের জহরানিতে জ্বালানি সংরক্ষিত কেন্দ্রের একটি ট্যাঙ্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির টেলিভিশন চ্যানেল আল জাদিদ সোমবার জানায়, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়।

লেবানন সেনাবাহিনীর এক মুখপাত্র আল জাজিরাকে জানান, ওই জ্বালানি ট্যাঙ্কে বেঞ্জিন রাখা ছিল। তিনি বলেন, আমরা এখন আগুন ছড়িয়ে পড়া এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগুন অন্য ট্যাঙ্কে যেনো ছড়িয়ে পড়তে না পারে সেটাই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।

চলতি বছরের সেপ্টেম্বরে ১৬ হাজার টন জ্বালানি তেল ইরাক থেকে লেবাননে নেওয়ার পর জহরানি কেন্দ্রে রাখা হয়। বৈরুত ও বাগদাদের মধ্যকার সমঝোতায় তেল আমদানির এটিই ছিল প্রথম চালান।

বৈরুত বিস্ফোরণের ঘটনা, যেখানে দুইশ মানুষ নিহত হয়, তার এক বছর পর সোমবার আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দেশটিতে।

 সূত্র: আল জাজিরা

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে