সিরিয়ায় ফের ইসরায়েলি হামলা: সেনা নিহত, আহত তিন
![সিরিয়ায় ফের ইসরায়েলি হামলা: সেনা নিহত, আহত তিন](./assets/news_images/2021/10/14/syria-20211014100016.jpg)
সিরিয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সিরীয় সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) রাতে দেশটির হোমস প্রদেশের পালমিরা এলাকায় এ হামলা চালায় ইসরায়েলিরা। খবর রয়টার্সের।
সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেসবুকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৩৪ মিনিটে একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনার কয়েকদিন আগেই সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছিল, দেশটির হোমস সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ছয় সিরীয় সেনা আহত হন এবং বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শুক্রবার (৮ অক্টোবর) সিরিয়ার টি-৪ বিমানঘাঁটিতে ইসরায়েলের ওই হামলায় দুই বিদেশি যোদ্ধা নিহত হন। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই দেশটিতে বিভিন্ন অজুহাতে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ হামলার লক্ষ্য প্রধানত ইরান ও লেবাননের হিজবুল্লাহ সম্পর্কিত নানা স্থাপনা। মাঝেমধ্যে সিরিয়ার সরকারি বাহিনীর ওপরও হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী অবশ্য এসব হামলার কথা কখনোই স্বীকার করে না। তবে তারা বারবার বলেছে, সিরিয়াকে কখনোই ইরানের শক্ত ঘাঁটি হতে দেবে না।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন