প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১ ১৫:৫৭

তালেবানের চাপে কাবুলে ফ্লাইট স্থগিত করলো পিআইএ

অনলাইন ডেস্ক
তালেবানের চাপে কাবুলে ফ্লাইট স্থগিত করলো পিআইএ

তালেবান সরকারের কঠোর হস্তক্ষেপের মুখে পড়ায় আফগানিস্তানের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় যাওয়ার পর বিদেশি বিমানসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার আগে কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করে পিআইএ। কিন্তু টিকিটের দাম আগের সময়ের ছেয়েও অনেক বাড়িয়ে দেয় তারা। তাই দাম কমানোর নির্দেশ দেয় তালেবান সরকার। কিন্তু পিআইএ সেই দাবি মানেনি এবং তালেবানের চাপের মুখেই ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

পিআইএ-র এক মুখপাত্র বলেন, কর্তৃপক্ষ (তালেবান সরকার) কঠোর হস্তক্ষেপ করছে। এ কারণে কাবুলে চলাচল করা আমাদের ফ্লাইট আজ (বৃহস্পতিবার) থেকে স্থগিত করা হয়েছে।

কাবুলের বিভিন্ন ট্রাভেল এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে করে কাবুল থেকে ইসলামাবাদে যেতে অধিক মূল্য দিতে হচ্ছে। টিকিটের দাম প্রায় ২ হাজার ৫০০ মার্কিন ডলার। অথচ আগে ১২০ থেকে ১৫০ ডলার করে নিতো পিআইএ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে