৯ মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
![৯ মাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ](./assets/news_images/2021/10/23/rape-20211023144709.jpg)
ভারতে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণের পর নয় মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দেশটির পুলিশ শনিবার ( ২৩ অক্টোবর) এ ঘটনা নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, গত ১৬ জানুয়ারি উত্তর প্রদেশের বালিয়া থেকে ওই কিশোরী অপহরণের শিকার হন। তাকে নিয়ে যাওয়া হয় বারানসি জেলায়। সেখানেই গত নয় মাস ধরে আটকে রাখা হয়। এসময় বেশ কয়েকবার ধর্ষণের শিকার হন ওই কিশোরী।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার একজনকে আটক করে। এ সময় ওই কিশোরীকেও উদ্ধার করার কথা জানায় তারা।
পুলিশ আরও জানায়, ওই কিশোরীর বক্তব্য রেকর্ডের পর তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর বিবরণ অনুযায়ী, ভারতের নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এর আগে গত সেপ্টেম্বরে ভারতের মহারাষ্ট্রে ১৫ বছরের এক কিশোরীকে কয়েক মাস ধরে ধর্ষণের অভিযোগ ওঠে ২৯ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক ছিল।
মহারাষ্ট্রের পুলিশ সে সময় জানায়, কিশোরী নিজেই থানায় এসে কয়েক মাস ধরে তার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন। এরপর ২৩ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই ওই কিশোরীর পরিচিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন