প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১ ১০:১৫
করোনায় একদিনে সাড়ে ৯ হাজারের বেশি মৃত্যু
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও নয় হাজার ৫৭৬ জন, যা আগের দিনের তুলনায় দুই হাজার ১০১ জন বেশি। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জনে।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও পাঁচ লাখ ১২ হাজার ৩৮২ জন, যা আগের দিনের তুলনায় ৮৮ হাজার ৫৪৫ জন বেশি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে বিশ্বজুড়ে করোনার প্রতি মুহূর্তের আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন