স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে প্রাণ গেল একজনের
![স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে প্রাণ গেল একজনের](./assets/news_images/2021/10/31/spain-1-20211031145403.jpg)
ষাঁড়ের সঙ্গে দৌড়ানো স্পেনের একটি ঐতিহ্যবাহি খেলা। শনিবার দেশটিতে আয়োজিত এই খেলায় অংশ নিয়ে একজন প্রাণ হারিয়েছেন। স্পেনের পূর্বাঞ্চলে এই ষাঁড় দৌড় খেলার আয়োজন করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
করোনা মহামারি শুরুর পর এবারই প্রথম গ্রীষ্মকালিন ষাঁড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। ওন্ডায় আয়োজিত এই উৎসবে স্থানীয় সময় শনিবার (৩০ অক্টোবর) ৫৫ বছর বয়সী এক ব্যক্তির ষাঁড়ের আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নগর প্রতিনিধি।
জানা গেছে, ষাঁড়ের সঙ্গে দৌড়ানোর সময় আক্রমণের শিকার হন ওই ব্যক্তি। দুর্ঘটনার সময় অন্যরা ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
ওই দুর্ঘটনার পরপরই এই খেলার আয়োজন বাতিল করা হয়। ২০২০ সালে ইলেক্টোমেনিয়া নামে একটি জরিপ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ষাঁড়ের এ লড়াই বন্ধ করার পক্ষে ভোট দেন স্পেনের ৪৬ দশমিক ৭ শতাংশ মানুষ এবং বন্ধ না করার পক্ষে ভোট দেন ৩৪ দশমিক ৭ শতাংশ। আবার ১৮ দশমিক ৬ শতাংশ মনে করেন এটি টিকিয়ে রাখার দরকার।
স্পেনের এই খেলার ধরনই এমন যে শহরের রাস্তায় ষাঁড় ছেড়ে দেওয়া হয়। এরপর তাদের সামনে দৌড়াতে থাকেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। একটি দলে কমপক্ষে ছয়টি করে পশু থাকে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন