প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ১০:০৮

সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় তিনবার জেলে ইসরায়েলি তরুণী

অনলাইন ডেস্ক
সেনাবাহিনীতে যোগ না দেওয়ায় তিনবার জেলে ইসরায়েলি তরুণী

সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় শাহার পিরেটস নামে এক ইসরায়েলি তরুণীকে তিনবার জেল খাটতে হয়েছে।

ইসরায়েলের অধিকাংশ বাসিন্দাকে অন্তত দুই বছরের জন্য হলেও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। শাহার এ নীতি অমান্য করেছিলেন।

তবে অনেক ইসরায়েলি রয়েছেন যারা শারীরিক, চিকিৎসা ও ধর্মীয় কারণ দেখিয়ে সামরিক বাহিনীতে যোগ দেন না। এক্ষেত্রে শাহার সেনাবাহিনীতে যোগ না দেওয়ার যে কারণ দেখিয়েছেন, সেটা সচরাচর অন্যরা দেখাতে যান না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে শাহার বলেন, গাজা এবং পশ্চিম তীরে লাখ লাখ মানুষের ওপর অত্যাচার চালায় সেনাবাহিনী। কেউ কেউ আমাকে বিশ্বাসঘাতক বলতে পারে তবে এতে আমার কিছু আসে যায় না। ইসরায়েলি দখলদারিত্ব আমার পছন্দ না।

সম্প্রতি ইসরায়েলের সামরিক কারাগারে ১৮ দিন কাটিয়ে এসেছেন শাহার। বিবিসিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে বের হওয়ার পর তার বাবা-মা তাকে আলিঙ্গন করে স্বাগত জানাচ্ছেন। শাহারের এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তারা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে