প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১ ১৪:৪৭

ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট

ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপক্ষীয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসবেন তিনি। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাসহ কয়েকটি রুশ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

রুশ প্রেসিডেন্ট পুতিনের সফরের আগে দেশ দুটির দ্বিপাক্ষিক অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ‘টু প্লাস টু মেকানিজম’ বৈঠক হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকতে পারেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ।

সম্প্রতি রান্নার জ্বালানি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তি সই করে নয়াদিল্লি-মস্কো। ওই চুক্তির ফলে রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাবে ভারত। সেই চুক্তি রূপায়ণের পাশাপাশি ‘টু প্লাস টু মেকানিজম’ বৈঠকে ইরান–ভ্লাদিভস্তক (রাশিয়া)-চেন্নাই নৌ-সংযোগ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ২০১৮ সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এ বিষয়ে চুক্তি সই হয়েছিল। ডিসেম্বর মাসে প্রথম দফার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছনোর কথা।

সূত্র: আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে