প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১ ১৪:০৫

গান্ধীর অবমাননা ও তার হত্যাকারীর প্রশংসা করে ধর্মগুরু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
গান্ধীর অবমাননা ও তার হত্যাকারীর প্রশংসা করে ধর্মগুরু গ্রেপ্তার

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীকে অবমাননা করে মন্তব্য ও তার হত্যাকারী নিথুরাম গডসের প্রশংসা করার অভিযোগে মহারাষ্ট্রের এক হিন্দু ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভি অনলাইন জানায়, মধ্যপ্রদেশের খাজুরাহো থেকে বৃহস্পতিবার ছত্তিশগড়ের পুলিশ কালিচরণ মহারাজ নামের ওই ধর্মগুরুকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে মামলা করেছিলেন প্রমোদ দুবে নামের সাবেক এক মেয়র। ছত্তিশগড়ের রায়পুরে ‘ধর্ম সংসদ’ বা ধর্মীয় এক সম্মেলনে তিনি উসকানিমূলক বক্তব্য দেন।

কালিচরণের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন রায়পুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রশান্ত আগারওয়াল।

মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন কালিচরণ। তিনি মধ্যপ্রদেশের খাজুরাহোতে একটি গেস্ট হাউসে ঘর ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে না থেকে এর ২৫ কিলোমিটার দূরে এক ভাড়া বাড়িতে অবস্থান নেন।

পুলিশ তার কাছের লোকজনের কাছ থেকে কোনো তথ্য পাচ্ছিল না। তারা ফোন বন্ধ করে রেখেছিলেন।

তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কালিচরণ বলেন, ‘রাজনীতির মাধ্যমে দেশকে দখল করা ইসলামের লক্ষ্য’।

তিনি আরও বলেন, ‘মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) দেশকে ধংস করেছেন। নিথুরাম গডসেকে সেল্যুট যে, তিনি তাকে হত্যা করেছেন।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে