কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৬
![কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৬](./assets/news_images/2021/12/30/image-186657-1640838125bdjournal.jpg)
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
কাশ্মীর পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কুলগাম ও অনন্তনাগ জেলায় পৃথক দুটি ঘটনায় ৬ জন নিহত হন। নিহতদের সন্ত্রাসী বলছে পুলিশ।
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার বলেন, নিহত ব্যক্তিরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী পৃথক অভিযান দুটি শুরু করা হয় বলে জানান কর্মকর্তারা। এই নিরাপত্তা অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক।
পুলিশ জানায়, অনন্তনাগের নওগাম এলাকায় অভিযানকালে তাদের এক সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
কাশ্মীর পুলিশ প্রাথমিকভাবে টুইট করে একজন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার কথা জানায়। পরে তারা এই অভিযানে আরও দুজন নিহত হওয়ার তথ্য দেয়।
তবে আজ সকালে কাশ্মীর পুলিশ টুইট করে জানায়, পৃথক দুটি ঘটনায় ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন