ক্যামেরায় ধরা পড়লো দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির দৃশ্য
![ক্যামেরায় ধরা পড়লো দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির দৃশ্য](./assets/news_images/2021/12/30/untitled-6-20211230090404.jpg)
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আবারও ব্যাংকে ডাকাতের হানা। বুধবার (২৯ ডিসেম্বর) স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দহিসার শাখায় ঘটেছে দুর্ধর্ষ এ ঘটনা। এসময় ব্যাংকের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। খবর এনডিটিভির।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তি ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। মাত্র দুইজন ডাকাত পুরো ঘটনা ঘটিয়েছে। ডাকাতি করে তারা পালিয়েও গেছে।
সিসি ক্যামেরায় ধরা পড়েছে ব্যাংক ডাকাতির এই দৃশ্য। এতে দেখা যায়, ব্যাংকের ভেতরে মাস্ক পরা দুই ডাকাত ঘুরছে। এদের একজন সম্ভাব্য ব্যাংককর্মীদের দিকে বন্দুক তাক করে রেখেছে এবং দ্বিতীয়জন ডেস্কের কাছে গিয়ে অর্থ তুলে নিচ্ছে।
পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছান। ডাকাতির ভিডিও ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
চলতি বছর মুম্বাইয়ে আরও একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা খবরের শিরোনাম হয়েছিল। বছরের শুরুর দিকে মিরা নগর এলাকায় চার ডাকাত মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি স্বর্ণের দোকানে লুটপাট করে পালিয়ে যায়।
২০১৭ সালে শহরটিতে আরও একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছিল। সেসময় একদল ডাকাত ২৫ ফুট লম্বা সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক অব বারোদার লকার থেকে বিপুল পরিমাণ অর্থ লুটে নিয়েছিল।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন