প্লেনের টয়লেটে ময়লার ঝুড়ি থেকে নবজাতক উদ্ধার
![প্লেনের টয়লেটে ময়লার ঝুড়ি থেকে নবজাতক উদ্ধার](./assets/news_images/2022/01/04/baby-cover-20220104120450.jpg)
প্লেনের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন মৌরিতাসের বিমানবন্দর স্টাফরা। উদ্ধার হওয়া ওই ছেলে শিশুটিকে মাদাগাস্কারের ২০ বছর বয়সী এক নারী প্লেনের ভেতরে জন্ম দেন। এ ঘটনার পর আটক করা হয়েছে তাকে।
জানা গেছে, গত ১ জানুয়ারি এয়ার মৌরিতাসের ওই প্লেনটি মাদাগাস্কার থেকে স্যার সীউসগুর রামগুলাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্লেনটি অবতরণের পর রাজস্ববিভাগ সংশ্লিষ্টরা নিয়মিত চেকিং করতে গেলে শিশুটিকে খুঁজে পান।উদ্ধারের পর দ্রুত তারা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় সন্দেহজনকভাবে এক নারীকে আটক করা হয়। প্রথমে তিনি সন্তান জন্ম দেওয়ার কথা অস্বীকার করেন। পরে মেডিকেল টেস্টের রিপোর্টে সংশ্লিষ্টরা নিশ্চিত হন যে, শিশুটি তারই। পরে তাকেও হাসপাতালে পুলিশি পাহারায় রাখা হয়। নবজাতকসহ তিনি সুস্থ রয়েছেন।
মালাগাসি ওই নারী দুই বছরের ওয়ার্ক পারমিট নিয়ে মৌরিতাস যান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানা গেছে। নবজাতককে অস্বীকার করার কারণে অভিযুক্ত হতে পারেন ওই নারী।
সূত্র: বিবিসি
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন