প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২২ ১৩:৩৭

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ফের আগুন

অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ফের আগুন

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানী কেপ টাউনে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনে এ নিয়ে প্রায় ৩৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটল। প্রথমবার আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়। খবর বিবিসি, আল জাজিরা।

পার্লামেন্ট ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এর আগে গত রোববার আগুনে পার্লামেন্ট ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পুলিশ এই ঘটনার পর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। ধারণা করা হচ্ছে, পার্লামেন্ট ভবনে ওই ব্যক্তি অগ্নিসংযোগের পর চুরি করে থাকতে পারেন।

কর্তৃপক্ষ এর আগেই জানিয়েছিল যে, কার্পেট এবং কাঠের মেঝের কারণে আবারও আগুন লাগতে পারে। পার্লামেন্টের মুখপাত্র মোলোতো মাথাপো জানিয়েছেন, বেশ কয়েকজন দমকল কর্মী আগুন নেভানোর জন্য সারা রাত কাজ করেছেন।

ওই ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে আগুন নেভানো সম্ভব হয়েছে কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে