প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২২ ১৪:৪৬

পশ্চিম তীরে গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরে গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৭ ফিলিস্তিনি। খবর সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের। বৃহস্পতিবারের (৬ জানুয়ারি) সড়ক দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জর্ডান ভ্যালির ফাসাইল গ্রামের কাছে এক মহাসড়কে গাড়িতে করে ওই শ্রমিকেরা যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এএফপিকে ফিলিস্তিনি পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা ফিলিস্তিনি শ্রমিক। তাঁরা পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে আকরাবা এলাকার বাসিন্দা। তাঁদের মরদেহ জেরিকো শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে সাতজন নিহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার এক দিনের শোক ঘোষণা করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

 সূত্র : আল জাজিরা

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে