প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ১৬:০১

ওমিক্রন আতঙ্ক: থুতু ফেলায় দিতে হলো জরিমানা

অনলাইন ডেস্ক
ওমিক্রন আতঙ্ক: থুতু ফেলায় দিতে হলো জরিমানা

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ হু হু করে বাড়ছে ভারতজুড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে দিল্লিতে। ওমিক্রন ঠেকাতে রাজ্য সরকার কড়া বিধিনিষেধ জারি করেছে। তবে মাঠ পর্যায়ে নেই সচেতনতার বালাই।

করোনা বিধিনিষেধ না মানার কারণে অনেক জনকে জরিমানা করা হচ্ছে দিল্লিতে। সোমবার (১০ জানুয়ারি) দিল্লিতে জন সমাগমস্থলে মাস্ক না পরায় চার হাজার চারশ ৩৪ জনকে জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ১১টি জেলায় মাস্ক না পরার পাশাপাশি, ১০৭ জনকে সামাজিক দূরত্ব না মানায়, ১৭ জনকে জন সমাগমস্থলে থুতু ফেলার কারণে জরিমানা করা হয়েছে। এছাড়া দুইজনকে অন্যান্য সংশ্লিষ্ট কারণে জরিমানা করা হয়েছে।

করোনা বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে কাজ করছে ফ্লাইং স্কোয়াড।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫০৫ জন। ভারতে এ পর্যন্ত ৪ লাখ ৮৩ হাজার ৯৩৬ জনের মৃত্যু এবং তিন কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৯৪৭ জন সংক্রমিত হয়েছেন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৫৪৯ জন।

সূত্র: এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে