৯ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখল দিল্লি
![৯ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখল দিল্লি](./assets/news_images/2022/01/12/1641922103_25.jpg)
ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় গতকাল করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২১ হাজার ২৫৯ জন। দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দৈনিক সংক্রমণের হিসেবে এটি গত ৯ মাসে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এছাড়া দিল্লিতে প্রতিদিন যারা করোনা টেস্ট করাতে আসছেন, তাদের মধ্যে ২৫ দশমিক ৬৫ শতাংশই শনাক্ত হচ্ছেন ‘পজিটিভ’ হিসেবে। করোনা শনাক্তের এ হারও গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগের দিন সোমবারের তুলনায় মঙ্গলবার শনাক্তের হার বেড়েছে ১০ শতাংশ।
গত বছর ৫ মে দিল্লিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন ২১ হাজার জন। মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে গেল।
রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের বলেছে, ভারতের রাজধানীতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ৭৪ হাজার ৮৮১ জন, তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৫০ হাজার ৭৯৬ জন। সক্রিয় করোনা রোগীর এই সংখ্যাও গত আট মাসের মধ্যে সর্বোচ্চ নয়াদিল্লিতে।
বর্তমানে দিল্লিজুড়ে ১৭ হাজার ৬২৯টি এলাকাকে ‘কন্টেইনমেন্ট জোন’ ঘোষণা করেছে রাজ্য সরকার। জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকার লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা টেস্ট করা হয়েছে প্রায় ৮৩ হাজার মানুষের।
তবে সংক্রমণের বাড়বাড়ন্ত সত্ত্বেও আপাতত লকডাউন জারির কোনো পরিকল্পনা নেই সরকারের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জনগণকে অভয় দিয়ে বলেন, ‘দুশ্চিন্তা করবেন না। আমরা লকডাউনের পথে হাঁটব না।’
সূত্র : এনডিটিভি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন