প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৫:৫১

ভারতে নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩

অনলাইন ডেস্ক
ভারতে নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত ৩

ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। মুম্বাইয়ের ডকইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। বুধবার (১৯ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

ভারতীয় নৌবাহিনীর এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরের কোনো প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটে ভোর ৪টা ৩০ মিনিটে। আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে।

জাহাজটির অন্য কোনো বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কিভাবে এ বিস্ফোরণ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল।

সূত্র: এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে