পুতিন ইউক্রেনে হামলা চালাবেন, আশঙ্কা বাইডেনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাবেন বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৯ জানুয়ারি) বাইডেন এ আশঙ্কার কথা প্রকাশ করেন। তবে এ ধরনের কিছু ঘটলে রাশিয়াকে চড়া মূল্য দিতে তবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেনে এক মাসরে মধ্যে হামলা চালাতে পারে রাশিয়া। এরপরই বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য এলো। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে জানতে চাইলে বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেন, আমরা ধারণা রাশিয়া ইউক্রেনের দিকে অগ্রসর হবে। পুতিনকে ইঙ্গিত করে তিনি বলেন, সে কিছু একটা করতে পারে।
বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আরও আগ্রাসন চালায় তবে এটি তাদের জন্য বিপর্যয় ডেকে আনবে। আমাদের মিত্র ও অংশীদাররা রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। রাশিয়ায় যদি আক্রমণ চালায় তাহলে এর জন্য তাদের অনুশোচনা করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইউক্রেন সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেনাবাহিনী ফিরিয়ে নিতে রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকবার আলোচনা করেছে রাশিয়া। তবে সব শেষ আলোচনার আগে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেন, ইউক্রেন ইস্যুতে তার দেশ কোনো ছাড় দেবে না।
তিন দশক আগে স্নায়ুযুদ্ধ অবসানের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচেয়ে বড় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবারই। এর আগে ক্রিমিয়া দখল নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও তা বেশি দূর গড়ায়নি।
কিন্তু এবার ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে কাজাখস্তানে বিক্ষোভ দমনে দেশটির আহ্বানে সাড়া দিয়ে মস্কোর সেনা প্রেরণ বড় ধরনের উদ্বেগের সূচনা করে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন