ফের ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেলা
![ফের ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেলা](./assets/news_images/2022/01/30/italy1-20220130130627.jpg)
ফের ইতালির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সেরজিও মাত্তারেলা। তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু তার যোগ্য উত্তরসূরী না পাওয়ায় তাকে আবারও দায়িত্ব পালনের জন্য রাজি করানো হয়েছে। খবর আল জাজিরার।
৮০ বছর বয়সী মাত্তারেলা আবারও দেশটির প্রেসিডেন্ট হিসেবে থাকার বিষয়ে সম্মতি জানানোয় দলের প্রধান তাকে ধন্যবাদ জানিয়েছেন। রোমে উত্তেজনাপূর্ণ ভোটের ছয় দিন পর মাত্তারেলার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৮ম দফার ভোটের পর শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচিত হলেন। তবে নতুন করে তার কোনো উত্তরসূরী না পাওয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এক হাজারের বেশি আইনপ্রণেতা এবং আঞ্চলিক প্রতিনিধি ৮ম দফায় ভোট দিয়েছেন। মাত্তারেলা ৫০৫টি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন।
কেন্দ্রীয় বামপন্থি ডেমোক্রেটিক পার্টির (পিডি) নেতা এনরিকো লেত্তা মাত্তারেলার জয়ের পর তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের স্বার্থে তিনি মহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তার এই সিদ্ধান্তে ইতালিতে বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা ফিরে আসতে পারে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন