বলিভিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১১
![বলিভিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১১](./assets/news_images/2022/01/30/acc01-20220130110319.jpg)
বলিভিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার তিনশ ফুট নিচে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। ল্যাটিন আমেরিকার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিক তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বলিভিয়ার কোছাবামবা বিভাগে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। কোছাবামবা ট্রাফিক পুলিশের প্রধান রেনেসো ম্যারকাডো বলেন, বাস দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের মধ্যে বাসটির চালকও রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
এদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশুও রয়েছে। আরও দুই শিশু আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্র: এএফপি, শিনহুয়া
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন