প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৩৬
ফুটপাতে প্রাইভেটকার তুলে দিল কিশোর চালক, ৪ নারী নিহত
অনলাইন ডেস্ক
![ফুটপাতে প্রাইভেটকার তুলে দিল কিশোর চালক, ৪ নারী নিহত](./assets/news_images/2022/02/01/1643703110_india.jpg)
ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে প্রাইভেটকার ফুটপাতে তুলে দিয়েছে এক কিশোর চালক। এ ঘটনায় ফুটপাতে বসে থাকা চার নারী নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে এনডিটিভিকে জানিয়েছেন করিমনগরের পুলিশ কর্মকর্তা ভি সত্যনারায়না। তিনি বলেন, ভারতীয় ফৌজদারি বিধির ৩০৪ নম্বর ধারায় কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় তদন্ত করছে করিমনগরের স্থানীয় পুলিশ।
পুলিশকর্মকর্তা ভি সত্যনারায়না বলেন, ‘গাড়ি চালাচ্ছিল এক কিশোর। তার ড্রাইভিং লাইসেন্স নেই। অত্যন্ত দ্রুতগতিতে গাড়িটি চালানো হচ্ছিল। আচমকাই তা ফুটপাতে উঠে যায়। সে সময় ফুটপাথে বসেছিলেন চার নারী। সবারই ঘটনাস্থলে মৃত্যু হয়।’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন