প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:২৮
বেইজিং অলিম্পিকে গিয়ে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত
অনলাইন ডেস্ক
![বেইজিং অলিম্পিকে গিয়ে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত](./assets/news_images/2022/02/09/pm-20220209124137.jpg)
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে গত সপ্তাহে বেইজিং শীতকালিন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে চীন সফর করেন। কিন্তু সেখানে গিয়ে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর অবস্থানের সময়সূচিতে পরিবর্তন করেন জেমস মারাপে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন, প্রধানমন্ত্রী জেমস মারাপেকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
করোনা মহামারির কারণে শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে যোগ না দিয়েই রোববার রাতে তিনি দেশে ফেরেন। তার ফ্রান্স সফরও বাতিল করা হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা কি সেটি এখনো জানা যায়নি।
প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ৭০ লাখ লোকের বসবাস। দেশটিতে সম্প্রতি করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে গেছে। দেশটির ৪ শতাংশ মানুষ করোনার টিকা নিয়েছেন।
সূত্র: এপি
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন