প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:০৫
ভারতে ভবনের ছাদ ধসে মৃত্যু ১, আটকা পড়েছেন কয়েকজন
অনলাইন ডেস্ক
![ভারতে ভবনের ছাদ ধসে মৃত্যু ১, আটকা পড়েছেন কয়েকজন](./assets/news_images/2022/02/11/india-20220211112134.jpg)
ভারতের হরিয়ানা রাজ্যে বহুতল আবাসিক ভবনের ছাদ ধসে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ধ্বংস্তূপের মধ্যে আটকা পড়েন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটে।
জানা গেছে, গুরুগ্রামের সেক্টর ১০৯-এ অবস্থিত চিন্টেলস প্যারাডিসো নামে একটি বহুতল আবাসনের সাত তলার ‘ডি ব্লক’-এর একটি বাড়ি সারানোর কাজ চলছিল। এসময় ঘটে এ দুর্ঘটনা।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর টুইটারে জানান, প্রশাসনিক কর্মকর্তা ও কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারের কাজ চলছে।
আবাসিক এলাকার বাসিন্দারা জানান, ২০১৮ সালে ডি নম্বর টাওয়ারটি নির্মিত হয়। এই কমপ্লেক্সে আরও তিনটি টাওয়ার রয়েছে। ১৮ তলার ডি টাওয়ারটিতে চার বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন