প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:০৩

বাসন না ধোয়ায় কিশোরী মেয়েকে বকুনি, কড়াই দিয়ে মাথা থেঁতলে হত্যা

অনলাইন ডেস্ক
বাসন না ধোয়ায় কিশোরী মেয়েকে বকুনি, কড়াই দিয়ে মাথা থেঁতলে হত্যা

বাসন-কোসন পরিষ্কার করার জন্য বলেছিলেন মা। কিন্তু তা করতে নারাজ কিশোরী। মা বকুনি দিতে শুরু করলে তা আর সহ্য করতে পারেনি ১৪ বছরের ওই কিশোরী। এক পর্যায়ে ফ্রাইপ্যান দিয়ে মায়ের মাথায় আঘাত করে সে। রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত ওই কিশোরীকে আটক করেছে ভারতের নয়ডা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই নারীর বয়স ৩০। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে গ্রেটার নয়ডায় একটি আবাসিক এলাকায় থাকতেন তিনি। ঘটনার দিন ওই কিশোরী ৭৭ নম্বর সেক্টরের একটি অ্যাপার্টমেন্টের ১৫ তলা থেকে বেরিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেশীদের জানায়। এরপর ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা রণবিজয় সিংহ জানান, প্রাথমিকভাবে ওই কিশোরী তাদের জানিয়েছিল, সে হাঁটতে বের হয়। ঘরে ফিরে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার মা। কিন্তু কিশোরীর বক্তব্যে অসঙ্গতি পায় পুলিশ। তারপর তারা আবাসিক এলাকা এবং ফ্ল্যাটের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। জেরার মুখে পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে। ওই কিশোরীর বিরুদ্ধে তার মামা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগেরভিত্তিতে আটকের পর তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে