প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৫:৪১
রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: বাইডেন
অনলাইন ডেস্ক
![রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: বাইডেন](./assets/news_images/2022/02/23/biden-20220223082316.jpg)
পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা ও সেখানে সেনা পাঠানোর নির্দেশ দিয়ে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ থেকে দেওয়া ভাষণে এ অভিযোগ করেন তিনি।
ডনবাসের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করের রুশ প্রেসেডন্ট ভ্লাদিমির পুতিন। এতে নিন্দার ঝড় তুলেছেন পশ্চিমারা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ থেকে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেন, পুতিনকে তার প্রতিবেশীদের অন্তর্ভুক্ত ভূখণ্ডে নতুন তথাকথিত রাষ্ট্র ঘোষণার অধিকার কে দিয়েছে? এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
সূত্র: বিবিসি
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন