প্রকাশিত : ১২ মার্চ, ২০২২ ১৪:৫৯

রুশ বাহিনীর ওপর ড্রোনে পেট্রলবোমা ছুড়ছেন ইউক্রেনীয়রা

অনলাইন ডেস্ক
রুশ বাহিনীর ওপর ড্রোনে পেট্রলবোমা ছুড়ছেন ইউক্রেনীয়রা

রাশিয়ান সেনাদের ওপর ড্রোনে করে পেট্রলবোমা (মলোটভ ককটেল) ছুড়ছেন ইউক্রেনীয়রা। এ পেট্রলবোমা ছুড়তে বিশেষ ধরনের ড্রোন তৈরি করেছেন তারা। এটি ব্যবহার করে বেশ উঁচু থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছেন বলে দাবি তাদের। খবর বিবিসির।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল ‘ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস’ বিশেষ ধরনের এ ড্রোন ব্যবহার করছে। বার্তা সংস্থা রয়টার্স ড্রোন ব্যবহার করে পেট্রলবোমা ছোড়ার দুটি ছবি প্রকাশ করেছে।

রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ড্রোনের নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি লাগানো। ড্রোনটিতে চারটি ব্লেড রয়েছে। এতে পেট্রলভর্তি যে বোতল ব্যবহার করা হয়েছে, তা চেরনিহিভস্কের বিয়ারের। তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কীভাবে বিস্ফোরিত হচ্ছে, তা দেখানো হয়নি।

ড্রোন থেকে পেট্রলভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ ওপরের দিকে থাকে। লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই যেন বোতলে থাকা পেট্রল ফুরিয়ে না যায়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে