প্রকাশিত : ১৪ মার্চ, ২০২২ ১৫:৪৩
করোনায় আক্রান্ত বারাক ওবামা
অনলাইন ডেস্ক
![করোনায় আক্রান্ত বারাক ওবামা](./assets/news_images/2022/03/14/obama-20220314022940.jpg)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে, তিনি শারীরিকভাবে ভালো আছেন।
রোববার (১৩ মার্চ) রাতে এক টুইট বার্তায় বারাক ওবামা নিজেই এ তথ্য জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি বলেন, এইমাত্র করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পেয়েছি। কয়েকদিন ধরে আমার গলাব্যথা করছিল। আর সবদিক থেকে ভালো বোধ করছি। মিশেল এবং আমি দুজনেই টিকা নিয়েছি। মিশেলের পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে বিধায় স্বস্তি লাগছে।
টুইটার বার্তায় ওবামা সবাইকে করোনা টিকা নেওয়ারও পরামর্শ দেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন