প্রকাশিত : ১৬ মার্চ, ২০২২ ১৪:৫১

এ মাসেই চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

অনলাইন ডেস্ক
এ মাসেই চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চলতি মাসেই ভারত সফর করবেন বলে জানা গেছে। তার আগে নেপালে যাবেন তিনি। গালওয়ানে দুই দেশের সেনাদের সংঘর্ষে অনেক ভারতীয় সেনা নিহত হন। এ ঘটনার পর প্রথম কোনো চীনের শীর্ষ নেতার ভারত সফর হবে এটি।

লাদাখ ইস্যু নিয়ে তৈরি হওয়া সংকট সমাধানে দু’দেশের সামরিক বাহিনীর আলোচনা এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

যদিও লাদাখের সীমান্ত নিয়ে ভারত-চীন বিতর্ক নতুন নয়। তবে ২০২০ সালের জুন মাসে ব্যাপক সংঘর্ষ ঘটে। তারপর থেকেই লাগাতার স্ট্যান্ডঅফ চলছে দুই দেশের মধ্যে। সীমান্তের দুই ধারে দুই দেশই সেনা মোতায়েন করে রেখেছে।

লাদাখে ভারত ও চীনের মধ্যে ছয়টি এলাকা নিয়ে বিতর্ক আছে। চারটি জায়গা নিয়ে সমঝোতায় পৌঁছানো গেলেও দুইটি অঞ্চল নিয়ে এখনো বিতর্ক চলছে। প্যাংগং লেকের দুই প্রান্ত, গালওয়ানের মতো এলাকাগুলোর সাময়িক সমাধান মিলেছে। কিন্তু ডেপসাং এবং হটস্প্রিং অঞ্চল নিয়ে এখনো তুমুল বিতর্ক রয়েছে ভারত ও চীনের মধ্যে।

সূত্র: এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে