বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে হামলার অভিযোগ ইউক্রেনের
![বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে হামলার অভিযোগ ইউক্রেনের](./assets/news_images/2022/03/17/theater-ukraine-20220317055207.jpg)
রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া বিমান হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
আল জাজিরার খবরে বলা হয়, মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, থিয়েটার হলে বোমা হামলায় ঠিক কত জন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে কিছু জানা যায়নি। হামলা থেকে বাঁচতে থিয়েটার হলে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বুধবারের হামলাকে ভয়ংকর যুদ্ধাপরাধ অভিহিত করে বলেন, সেখানে বেসামরিক মানুষ ছিল আর রাশিয়া তা জানত না, এটা অসম্ভব।
থিয়েটার হলে বেসামরিক মানুষের ওপর বোমা হামলার অভিযোগ অস্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই থিয়েটার হলে তারা হামলা করেনি।
এদিকে পুতিনকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন