স্কুল-সাংস্কৃতিক কেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২১
![স্কুল-সাংস্কৃতিক কেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২১](./assets/news_images/2022/03/18/image-195774-1647575222bdjournal.jpg)
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মেরেফা শহরে সাংস্কৃতিক কেন্দ্র ও স্কুলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত অন্তত ২৫ জন। খবর প্রকাশ করেছে এএফপি।
স্থানীয় কয়েকজন কৌঁসুলি জানান, গতকাল বৃহস্পতিবার খারকিভ শহরের বাইরে মেরেফা শহরের একটি স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে রুশ বাহিনীর গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক।
ওই কৌঁসুলি জানান, গোলার আঘাতে একটি বহুতল ভবনের জানালাগুলোও উড়ে গেছে। ভবনটি মাঝখানে ভেঙে গেছে। ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে দেশটির জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর বৃহস্পতিবার (১৭ মার্চ) পর্যন্ত টানা ২২ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে লড়াই। এতে দুই পক্ষের মধ্যে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্সের প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে এ তথ্য জানিয়েছেন।
ডিকার্লো বলেন, হাসপাতাল ও স্কুলসহ শত শত আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ৭২৬ জন নিহত এবং একই সময়ে ৬৩ শিশুসহ ১ হাজার ১৭৪ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে।
সূত্র : এএফপি
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন