প্রকাশিত : ১৮ মার্চ, ২০২২ ১১:২৭

তিন মাসে মেক্সিকোয় ৮ সাংবাদিক খুন

অনলাইন ডেস্ক
তিন মাসে মেক্সিকোয় ৮ সাংবাদিক খুন

ফের মেক্সিকোয় একজন সাংবাদিক খুন হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশটিতে মোট আটজন সাংবাদিক খুন হলেন।

এক বিবৃতিতে স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানায়, মেক্সিকোর নিউজ আউটলেট মনিটর মিশোয়াকানের পরিচালক আরমান্দো লিনারেসকে একটি বাড়িতে হত্যা করা হয়।

এর মাত্র ছয় সপ্তাহ আগে তারই অপর এক সহকর্মী রবার্টো টলেডোকেও হত্যা করা হয়।

গত ৩১ জানুয়ারি টলেডোর হত্যাকাণ্ডের পর লিনারেস তাকে এবং তার টিমকে হুমকি দেয়ার নিন্দা জানিয়েছিলেন। দুর্নীতি সংক্রান্ত খবর প্রচার করায় তাদের এ হুমকি দেয়া হয়।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা নিরস্ত্র। আমরা অস্ত্র বহন করি না। আমাদের আত্মরক্ষার উপকরণ হচ্ছে কলম ও পেন্সিল।’

উল্লেখ্য, চলতি বছর মেক্সিকোয় খুন হওয়া লিনারেস অষ্টম সাংবাদিক। রিপোটার্স উইদাউট বডার্স এবং আর্টিকেল ১৯ মেক্সিকোকে সংবাদ কর্মীদের জন্য বিপদজনক দেশ হিসেবে উল্লেখ করেছে।

সূত্রঃ বাসস।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে