প্রকাশিত : ২০ মার্চ, ২০২২ ১৩:৫৭

৫ বছর ধরে বাবা-ভাইসহ পরিবারের সদস্যদের ধর্ষণের শিকার কিশোরী

অনলাইন ডেস্ক
৫ বছর ধরে বাবা-ভাইসহ পরিবারের সদস্যদের ধর্ষণের শিকার কিশোরী

ভারতের পুণ্যে রাজ্যে ঘটেছে কিশোরী ধর্ষণের একটি ন্যাক্কারজনক ঘটনা। পুণে পুলিশ বলছে, পাঁচ বছর ধরে ওই কিশোরীকে তার টিনএজার ভাই, বাবা, দাদা এবং দূর সম্পর্কের এক চাচা নির্যাতন করে আসছে।

ভারতীয় প্যানাল কোডের (আইপিসি) ধারা অনুযায়ী পুলিশ একটি মামলা করেছে। তবে অভিযুক্তদের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ভারতীয় প্যানাল কোডের ৩৭৬ ধারা অনুযায়ী, পুণে পুলিশ স্টেশনে দায়ের করা মামলায় অভিযুক্ত ১১ বছর বয়সী ওই কিশোরীর ভাই। মামলায় অভিযুক্ত তার ৪৫ বছর বয়সী বাবাও, ৬০ বছর বয়সী তার দাদা এবং ২৫ বছর বয়সী দূর সম্পর্কের এক চাচা। তাদের বিরুদ্ধে ৩৫৪ ধারায় অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

ওই ভুক্তভোগীর বাড়ি বিহার রাজ্যে। তবে তার পরিবারের সঙ্গে সে পুণেতে থাকতো।

ঘটনাটি প্রকাশ পায় ওই কিশোরীর স্কুলে ‘গুড টাচ অ্যান্ড বেড টাচ’ নিয়ে করা এক সেমিনারে। পুলিশ ইন্সপেক্টর অশ্বিনী সাতপুতে জানান, কিশোরীটির সঙ্গে পাঁচ বছর ধরে এমন ঘটনা ঘটছে। ওই কিশোরীর অভিযোগেরভিত্তিতে পুলিশ আরও জানিয়েছে, ২০১৭ সাল থেকে যখন তারা বিহারে বসবাস করতো তখন থেকেই তার বাবা নির্যাতন শুরু করে।

সূত্র: এনডিটিভি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন  

উপরে