কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ থেমে যাবে: বিশ্বাস ইউক্রেনীয়দের
![কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ থেমে যাবে: বিশ্বাস ইউক্রেনীয়দের](./assets/news_images/2022/03/21/russ-20220321112503.jpg)
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে সম্প্রতি স্থানীয় একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, ৯৩ শতাংশ ইউক্রেনীয় মনে করেন যুদ্ধে তাদের দেশ জয়ী হবে। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তাছাড়া জরিপে অংশ নেওয়াদের প্রায় অর্ধেক আশা করেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ থেমে যাবে। কিন্তু এক-চতুর্থাংশ মনে করেন এ যুদ্ধ কয়েক মাস দীর্ঘস্থায়ী হবে।
জানা গেছে, রেটিং গ্রুপের জরিপে এক হাজার ইউক্রেনীয় নাগরিকের ওপর জরিপটি পরিচালিত করে। যাদের সবার বয়স ১৮ বছরের বেশি। এতে ডোনবাস ছাড়া দেশটির সব অঞ্চলের ইউক্রেনীয়রা অংশ নেয়।
এদিকে জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠককে সমর্থন করেন। অন্যদিকে ৮৯ শতাংশ সাময়িক যুদ্ধ বিরতির বিপক্ষে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় এক কোটি ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান।
সংস্থাটির শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইট বার্তায় জানান, ইউক্রেনের যুদ্ধ এতটাই ধ্বংসাত্মক যে এরই মধ্যে দেশটির প্রায় এক কোটি লোক ঘর ছেড়ে পালিয়েছে। তাদের মধ্যে কেউ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে আবার কেউ পার্শ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন