ভারতকে চাপে রাখতে পাকিস্তানে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে চীন
![ভারতকে চাপে রাখতে পাকিস্তানে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে চীন](./assets/news_images/2022/03/24/pak-1-20220324115254.jpg)
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতা ফের বেড়েছে। পিছিয়ে নেই ভারত-পাকিস্তানও। দিল্লি তাদের অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধির জন্য ফ্রান্স ও রাশিয়ার ওপর বেশি নির্ভরশীল। অন্যদিকে সম্প্রতি চীনের কাছ থেকে অস্ত্র আমদানি বাড়াচ্ছে পাকিস্তান। সর্বপরি ভারতকে চাপে রাখতে চীন সব ধরনের সহযোগিতার অংশ হিসেবে পাকিস্তানে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সীমান্ত নিয়ে পাকিস্তানের পাশাপাশি চীনের সঙ্গেও বিরোধ রয়েছে ভারতের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন সবই পাকিস্তানের কাছে বিক্রি করছে চীন। অর্থাৎ প্রতিবেশী ভারতকে কোণঠাসা করতেই ইসলামাবাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে বেইজিং।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে চলছে টানাপড়েন-উত্তেজনা। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে পক্ষ-বিপক্ষের শক্তি। এ অবস্থায় চীনের চোখ যখন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের তখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজর ইউক্রেন যুদ্ধ নিয়ে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেছেন, অর্থনীতিসহ সব ক্ষেত্রে বাধা দূর করতে সক্ষমতা অনুযায়ী পাকিস্তানকে সহযোগিতা করা হবে। এসময় ইমরান খানও সব ক্ষেত্রে দুই দেশের অর্জন ও সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা ইউক্রেন ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বলেও জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, এ মাসে চীন পাকিস্তানের কাছে ছয়টি জে-১০সিই যুদ্ধবিমান হস্তান্তর করেছে। যা চীনের জে-১০ সিরিজের নতুন সংস্করণ। এগুলো চীনের বিমানবাহিনীর প্রধান হাতিয়ার।
তাছাড়া চলতি মাসে ৫০টি নতুন জেএফ-১৭ যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করেছে পাকিস্তান। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে এসব বিমানের উন্নয়ন করেছে দেশটি।
এদিকে পাকিস্তানের নৌ বাহিনীর সক্ষমতা বাড়াতেও কাজ করছে চীন। এর অংশ হিসেবে পাকিস্তান জানুয়ারিতে চীনে নির্মিত টাইপ ০৫৪ ফ্রিগেট অন্তর্ভুক্ত করেছে।
গত বছর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীন থেকে আটটি সাবমেরিন কিনতে যাচ্ছে পাকিস্তান। যার চারটি তৈরি হবে চীনে বাকি দুইটি পাকিস্তানে। যা দেশটির নৌ বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন