প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২২ ১৩:৪৪
আসামে কালবৈশাখীর তাণ্ডব, ২০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
![আসামে কালবৈশাখীর তাণ্ডব, ২০ জনের মৃত্যু](./assets/news_images/2022/04/19/1650343308_AD-2.jpg)
ভারতের বাংলাদেশ সংলগ্ন রাজ্য আসামে শুরু হয়েছে মৌসুমি ঝড় কালবৈশাখীর তাণ্ডব। এখন পর্যন্ত চলতি বৈশাখে ঝড়ে বা বাজ পড়ে রাজ্যটিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের মধ্যভাগ পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।
রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (এএসডিএমএ)-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জিডি ত্রিপাঠি জানান, কালবৈশাখী ঝড়ে রাজ্যের ২০টি জেলার অন্তত ১ হাজার ৪১০টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিডি ত্রিপাঠি আরও জানান, প্রায় ১ লাখ মানুষ এবারের কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যের কোঁকরাঝাড় জেলার ৩টি গ্রাম ইতিমধ্যেই বন্যা কবলিত বলে এসডিএমএ-র তরফে ঘোষণা করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন