প্রকাশিত : ১৫ মে, ২০২২ ১০:৩৬

পি কে হালদারকে আদালতে তোলা হবে আজ, ৩ দিনের রিমান্ড চায় ইডি

অনলাইন ডেস্ক
পি কে হালদারকে আদালতে তোলা হবে আজ, ৩ দিনের রিমান্ড চায় ইডি

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে গ্রেফতার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালানো প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ছয়জনকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হবে আজ রোববার (১৫ মে)।

বর্তমানে গ্রেফতাররা দেশটির অর্থ-সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনলাইনে রিমান্ডে নেওয়ার আবেদনও করা হয়েছে বলে জানিয়েছে ইডির একটি সূত্র। পুরো ঘটনায় কারা জড়িত, সেই রহস্য উদঘাটন করতে চায় সংস্থাটি।

ইডি সূত্র জানিয়েছে, ইডির পক্ষ থেকে অনলাইনে আদালতের কাছে একটি আবেদন করা হয়েছে। তবে সশরীরে রোববার (১৫ মে) গ্রেফতার ছয়জনকে আদালতে তোলা হবে। রোববার ভারতের বিশেষ আদালত ছাড়া বাকি সব আদালতে সাপ্তাহিক ছুটি। তাই আদালতের কাছে শনিবার রাতে অনলাইনে আগাম একটি আবেদন করে রেখেছে সংস্থাটি। সেখানে তিনদিনের রিমান্ড আবেদনও করা হয়েছে।

তবে ইডির অফিসিয়াল ওয়েবসাইটে বা সরকারিভাবে শনিবার (১৪ মে) রাত পর্যন্ত পি কে হালদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিংও দেওয়া হয়নি। ফলে আদালতে হাজির করা এবং রিমান্ড আবেদন নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য ছড়িয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে