প্রকাশিত : ১৬ মে, ২০২২ ১৪:৪৫

স্ত্রী দিবসও পালনের দাবি ভারতীয় মন্ত্রীর

অনলাইন ডেস্ক
স্ত্রী দিবসও পালনের দাবি ভারতীয় মন্ত্রীর

মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস। এখন থেকে শুধু মা দিবস নয়, পাশাপাশি পালিত হোক স্ত্রী দিবসও। রোববার (১৫ মে) এমন দাবি করেন ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে। বিতর্কিত মন্তব্য করে এর আগেও আলোচনায় ছিলেন তিনি।

মহারাষ্ট্রের সাংলিতে এক সভায় বক্তৃতা দিতে গিয়ে রামদাস বলেন, ‘একজন মা সন্তানকে জন্ম দিলেও একজন স্ত্রী স্বামীর ভাল-মন্দের সময় পাশে থাকেন। প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। আমাদের উচিত স্ত্রী দিবসও উদযাপন করা।’

এর আগে করোনা মহামারির মধ্যে তিনি দেশ থেকে করোনা তাড়ানোর জন্য যজ্ঞ করেছিলেন। করোনা নিয়ে মন্তব্য করে বলেন, ‘গো করোনা গো’ বললে দেশ থেকে নিজে থেকেই বিদেয় নেবে কোভিড।

সূত্র: আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে