প্রকাশিত : ১১ জুন, ২০২২ ১১:০০

পারভেজ মোশাররফ গুরুতর অসুস্থ

অনলাইন ডেস্ক
পারভেজ মোশাররফ গুরুতর অসুস্থ

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দুবাইয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার অফিস বলছে, ৭৮ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের সুস্থ হওয়ার ‘সম্ভাবনা নেই’। খবর আল-জাজিরার।

গতকাল শুক্রবার পারভেজ মোশাররফের টুইটার অ্যাকাউন্ট থেকে তার পরিবার এক বার্তায় জানায়, পারভেজ মোশাররফ অ্যামাইলয়েডোসিস জটিলতার কারণে তিন সপ্তাহ ধরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। শরীরের অঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে।

তা ছাড়া পারভেজ মোশাররফ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক সামরিক শাসককে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক অথবা তাকে ভেন্টিলেটরে রাখার খবরটি সঠিক নয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে