প্রকাশিত : ২৪ জুন, ২০২২ ১৪:৩৪
রাশিয়ায় কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৩
অনলাইন ডেস্ক
![রাশিয়ায় কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত ৩](./assets/news_images/2022/06/24/plane-20220624094705.jpg)
রাশিয়ায় একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুন) সকালে দেশটির রাইয়াজান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইলিউশিন আইএল-৭৬ প্লেনটি অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হন। সেখানে ৯ জন আরোহী ছিলেন। বাকী আহত ৬ জনকে উদ্ধার করা হয়েছে।
কার্গো প্লেনটি কোন সংস্থা পরিচালনা করে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: রয়টার্স, এনডিটিভি
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন