টোকিওর বাড়িতে নেওয়া হয়েছে শিনজো আবের মরদেহ
![টোকিওর বাড়িতে নেওয়া হয়েছে শিনজো আবের মরদেহ](./assets/news_images/2022/07/09/new-20220709131242.jpg)
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মরদেহ টোকিওতে তার বাড়িতে নেওয়া হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকালে নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে ঘাতকের গুলিতে প্রাণ হারিয়েছেন ৬৭ বছর বয়সী শিনজো আবে।
হত্যাকাণ্ডের তদন্তকারী পুলিশ বলছে যে সন্দেহভাজন ওই ব্যক্তি একটি ‘নির্দিষ্ট সংস্থার’ বিরুদ্ধে ক্ষোভ পোষণ করেন। তারা আরও জানায়, ৪১ বছর বয়সী হামলাকারী তেতসুয়া ইয়ামাগামির বিশ্বাস ছিল যে শিনজো আবেও রয়েছেন এতে।
পুলিশ আরও জানিয়েছে যে, ইয়ামাগামি বাড়িতে তৈরি বন্দুক দিয়ে গুলি করার কথা স্বীকার করেছেন।
টোকিওতে তার বাসভবনে আবের মরদেহ বহনকারী একটি গাড়ি আসার অপেক্ষায় ছিলেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্যরা। তারা কালো পোশাক পরে শ্রদ্ধা জানাতে যান নেতাকে।
স্থানীয় গণমাধ্যম সূত্র বলছে, সোমবার আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সূত্র: বিবিসি
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন