প্রকাশিত : ১৬ জুলাই, ২০২২ ১৪:৪৮
মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
অনলাইন ডেস্ক
![মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪](./assets/news_images/2022/07/16/mexico-20220716132840.jpg)
মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৪ জন নিহত হয়েছে। দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিনোলোয়ায় স্থানীয় সময় শুক্রবার ওই দুর্ঘটনা ঘটেছে।
ওই বিবৃতিতে জানানো হয়েছে, লস মোচিস উপকূলীয় শহরে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে পুরো ঘটনা সম্পর্কে পরিস্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার সময় ওই হেলিকপ্টারে ১৫ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৪ জনই প্রাণ হারিয়েছেন। বাকি একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন