প্রকাশিত : ১৯ জুলাই, ২০২২ ১০:৪৯

ইউরোপে দাবানল ও তাপদাহ: স্পেনে ৫১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ইউরোপে দাবানল ও তাপদাহ: স্পেনে ৫১০ জনের মৃত্যু

বাড়তি তাপমাত্রা ও প্রখর খরতাপে এক সপ্তাহ ধরে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, স্পেনসহ বিভিন্ন দেশে তাপমাত্রা হু হু করে বাড়ছে। সেই সাথে বাড়ছে তাপমাত্রার জেরে মৃতের সংখ্যাও। প্রচণ্ড গরমের কারণে যুক্তরাজ্যের কিছু স্কুল আগেভাগে ছুটির পরিকল্পনা করেছে।

স্পেনে আট দিন ধরে তাপপ্রবাহ বইছে। স্পেনে বাড়তি তাপ-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা ৫১০ ছাড়িয়েছে। দেশটির গ্যালিসিয়া, লিওন, কাতালোনিয়াসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে দাবানল। বনে লাগা আগুন নেভাতে গিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরা প্রদেশে গতকাল রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একজন কর্মীর মৃত্যুর খবর জানিয়েছে স্পেন সরকার।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে