প্রকাশিত : ২৩ জুলাই, ২০২২ ১৪:১০

আটক হলো পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা

অনলাইন ডেস্ক
আটক হলো পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা

পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী (সাবেক শিক্ষামন্ত্রী) ও তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করার পর আটক করা হলো অর্পিতা মুখার্জিকেও। শনিবার সকালে অর্পিতাকে আটক করা হয় বলে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ইডি) একটি সূত্র।

এর আগে, দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের একটি ফ্ল্যাট থেকে ২০ কোটিরও বেশি রুপি উদ্ধার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ফ্ল্যাটটি অর্পিতা মুখার্জির বলে দাবি তাদের। শুক্রবার (২২ জুলাই) ওই ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।

ইডির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ সহযোগী। তদন্তকারীরা আরও দাবি করেছেন, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পাওয়া গেছে স্বর্ণসহ বিদেশি মুদ্রা।

শুক্রবার রাতেই ইডি টুইটার বার্তায় জানায়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ এর সঙ্গে প্রচুর পরিমাণে নগদ টাকার ছবি পোস্ট করা হয়েছে ইডির টুইটার থেকে।

ইডি সূত্র বলছে, টালিগঞ্জের কাছে হরিদেবপুরের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট। সেখানে তল্লাশি চালানো হয়েছিল। সেখান থেকে উদ্ধার হয়েছে অন্তত ২০ কোটি নগদ অর্থ।

সূত্র: আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে