সিরিয়ার সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলা, নিহত ১৭
সিরিয়ার বেশ কয়েকটি সীমান্ত পোস্টে মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে ১৭ যোদ্ধা নিহত হয়েছেন। একটি পর্যবেক্ষক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ওই হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দামেস্ক। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার বেশ কয়েকটি সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলায় ১৭ যোদ্ধা নিহত হয়েছেন।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজ এজেন্সি জানিয়েছে, তুরস্কের বিমান হামলায় কমপক্ষে তিন সিরীয় সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ার সেনাবাহিনীর যে কোনো চেকপোস্টে হামলার সরাসরি এবং তাৎক্ষণিক জবাব সবদিক থেকেই দেওয়া হবে।
কুর্দি-নিয়ন্ত্রিত কোবান শহরের কাছে এসব হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বাহিনীও তুরস্কের অভ্যন্তরে রাতভর হামলা চালিয়েছে। এসব হামলায় এক সেনা নিহত হয়েছেন বলে জানানো হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার পাল্টা হামলায় ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। সেখানে অভিযান এখনও চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন