প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২২ ১৫:৩২

জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

অনলাইন ডেস্ক
জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। শনিবার (৯ অক্টোবর) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরের কিছু আগে জাপোরিঝিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর মধ্যে শহরের মাঝামাঝি আঘাত হানে তিনটি ক্ষেপণাস্ত্র।

ইউক্রেনের স্টেট ইমারজেন্সি সার্ভিস টেলিগ্রামের এক বার্তায় বলেছে, হামলায় মোট ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

নিহতের সংখ্যা অবশ্য ধারাবাহিকভাবে বাড়িয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। শুরুতে মাত্র একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। শনিবার সকালেও এর সংখ্যা ছিল ১৪। পরে তা আরও বেড়েছে। হামলায় পাঁচতলা একটি আবাসিক ভবন প্রায় ধূলিসাৎ হয়ে গেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাপোরিঝিয়ায় প্রতিদিনই ব্যাপক রকেট হামলা চালানো হচ্ছে... এটি (রাশিয়ার) ইচ্ছাকৃত অপরাধ।

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের অধিকৃত যে চারটি অঞ্চলকে নিজেদের অংশ ঘোষণা করেছে, তার মধ্যে অন্যতম জাপোরিঝিয়া। ভারী শিল্প সমৃদ্ধ এ অঞ্চলেই রয়েছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যার দখল এখন রুশ বাহিনীর হাতে।

তবে জাপোরিঝিয়ার বেশ কিছু এলাকা এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে। অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কয়েক সপ্তাহ ধরে তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া।

ইউক্রেন অভিযোগ করেছে, গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে একটি বেসামরিক গাড়িবহরে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে