প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২২ ১৪:৪৮

পুতিনের সঙ্গে কথা বলার বিষয়টি অস্বীকার করছেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
পুতিনের সঙ্গে কথা বলার বিষয়টি অস্বীকার করছেন ইলন মাস্ক

‘শান্তি পরিকল্পনা’ নিয়ে টুইট করার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন টেসলার সিইও ইলন মাস্ক। দ্যা ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছিল। এই প্রতিবেদনে ইয়ান ব্রেমার নামে এক ব্যক্তিকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়। তবে এমন তথ্য অস্বীকার করছেন ইলন মাস্ক।

ইউরেশিয়া গ্রুপের রাজনৈতিক ঝুঁকি পরামর্শদাতার প্রধান ইয়ান ব্রেমার অভিযোগ করেন যে ইলন মাস্ক তাকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথোপকথনের বিষয়ে ব্যক্তিগতভাবে বলেছিলেন। ব্রেমার এ বিষয়ে বলেন, তিনি দুই সপ্তাহ আগে মাস্কের সঙ্গে দেখা করেন। সেখানে টেসলার প্রধান নির্বাহী তাকে বলেন, পুতিন তার লক্ষ্যগুলো যেমন করে হোক পূরণ করতে অঙ্গীকারবদ্ধ।

পুতিন মাস্ককে আরও বলেছিলেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত যদি ইউক্রেন স্বীকার করে ক্রিমিয়া রাশিয়ার অংশ এবং গণভোটের মাধ্যমে সংযুক্ত খেরসন, দানেস্ক, লুহানস্ক ও জাপোরিঝিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইলন মাস্ক এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি পুতিনের সঙ্গে ১৮ মাস আগে কথা বলেছিলেন। আর তখন কথা বলার বিষয়টি ছিল মহাকাশ স্পেস নিয়ে।

গত সপ্তাহে, টেসলার সিইও তার ১০৭ দশমিক ৭ মিলিয়ন ফলোয়ারকে ইউক্রেন যুদ্ধের সমাধানের উপায়ে ভোট দিতে বলেন। পরামর্শগুলোর মধ্যে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু অংশে ভোট রাখার একটি প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল, যা ক্রেমলিন দাবি করে যে তারা এটি সংযুক্ত করেছে। তার মন্তব্যকে স্বাগতও জানায় মস্কো।

এই বিলিয়নিয়ার আরও বলেন, ‘রাশিয়া চলে যাবে যদি সেটা জনগণের ইচ্ছা হয়’।

রুশ প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের বলে দাবি করেছে গণভোটের পর। যদিও এখনো তুমুল লড়াই চলছে ইউক্রেন-রাশিয়ার। ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। গত দুই দিনে সেখানে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: বিবিসি

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে