প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২২ ১০:১১

বাংলাদেশিসহ ৫০১ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় আটক

অনলাইন ডেস্ক
বাংলাদেশিসহ ৫০১ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫০১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে সেলানগর ইমিগ্রেশন বিভাগের ৭৮ জনের একটি টিম এই অভিযান চালায়।

আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন।

সেলানগর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) টারমিজি তালিব আলী হোসেন জানান, স্থানীয় নাগরিকদের গোপন তথ্যের ভিত্তিতে শাহআলম এর ২২ নম্বর সেকশনে একটি পণ্য সামগ্রী প্যাকেজিং কোম্পানিতে অভিযান পরিচালনা করে ৫০১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।

মামলাটি ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্ত করা হচ্ছে বলে জানান টারমিজি।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে