জো বাইডেনের মন্তব্যে চটেছে পাকিস্তান
বিশ্বের মধ্যে অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান, যাদের কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যেকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের বর্তমান সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জানিয়েছেন, বাইডেনের এমন মন্তব্যের কারণে সেখানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করাচিতে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেছেন, আন্তর্জাতিক সব ধরনের মান বজায় রেখে পারমাণবিক সম্পদ পরিচালনা করছে পাকিস্তান। এক্ষেত্রে আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি সংস্থার যে নিরাপত্তা বিধান রয়েছে তাও মানা হয়।
তিনি বলেন, যদি পারমাণবিক নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেগুলো আমাদের প্রতিবেশী ভারতের দিকে নির্দেশ করা উচিত। কারণ সম্প্রতি তারা ভুল করে পাকিস্তানের ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বাইডেনের বক্তব্যে হতবাক হওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী।
লস অ্যাঞ্জেলসে গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির প্রচারণা কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন বলেছেন, যেসব দেশ বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক, সেসব দেশের একটি হচ্ছে পাকিস্তান। দেশটির হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।
সে সময় তিনি চীন ও রাশিয়ারও সমালোচনা করেছেন। চীন এবং ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।
বাইডেন আরও বলেন, গতিশীল পরিবর্তন আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচুর সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর চীন এবং রাশিয়ার হুমকির কথা তুলে ধরেছেন বাইডেন। বুধবার কংগ্রেসের বাধ্যতামূলক মূল নীতি বিষয়ক নথি প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে বলা হয়েছে, চীন এবং রাশিয়া চলতি বছরের শুরুতে সীমাহীন অংশীদারিত্ব ঘোষণা করেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন