প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২২ ১৪:৪৬

বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ১২

অনলাইন ডেস্ক
বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ১২

ভারতের বিহার রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। একটি ধর্মীয় শোভাযাত্রার ওপর চলন্ত ট্রাক উঠে গেলে এমন পরিস্থিতি তৈরি হয়। খবর এনডিটিভির।

এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহারের দেশরি থানা এলাকায় জড়ো হন স্থানীয়রা। ‘ভূমিয়া বাবা’র পুজো দিচ্ছিলেন তারা। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক ওই পুণ্যার্থীদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে শিশু-নারীসহ মোট ১২ জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে।

এই ঘটনায় সেখানে নেমেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের প্রতি টুইটে সমবেদনা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

দুর্ঘটনায় আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঘাতক ট্রাকচালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে